iQOO 5G Phone: প্রিমিয়াম ফোনের দেদার ছাড়, 25000 টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ

Joyeeta Bhattacharya দ্বারা | পাবলিশড অন 18 Sep 2023 11:31 IST
HIGHLIGHTS
  • iQoo 11 5G ফোনের 8GB RAM মডেলটি কোম্পানি দুর্দান্ত ছাড়ে বিক্রি করছে

  • iQOO এর 5G ফোনটি Amazon সাইটে 54,999 টাকায় লিস্ট করা হয়েছে

  • কোম্পানি এই ফোনের সাথে 2,999 টাকার Vivo TWS Air ইয়ারবড্স বিনামূল্যে দেওয়া হচ্ছে

iQOO 5G Phone: প্রিমিয়াম ফোনের দেদার ছাড়, 25000 টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ
iQOO 5G Phone: প্রিমিয়াম ফোনের দেদার ছাড়, 25000 টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ

আপনি যদি কম খরচে প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান, তবে ই-কমার্স সাইট Amazon দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। আসলে iQOO ফোনে অবিশ্বাস্য ছাড় অফার করা হচ্ছে। iQoo 11 5G ফোনের 8GB RAM মডেলটি কোম্পানি দুর্দান্ত ছাড়ে বিক্রি করছে।

আসুন জেনে নেওয়া যাক ফোনে কী অফার পাওয়া যাচ্ছে।

iQoo 11 5G discount offer

iQOO এর 5G ফোনটি Amazon সাইটে 54,999 টাকায় লিস্ট করা হয়েছে। এই দামে আপনি ফোনের 8GB RAM+256GB স্টোরেজ বিকল্প কিনতে পারবেন। তবে আপনি চাইলে এই ফোনটি আরও কম দামে নিতে পারেন। এই ফোনে 5 হাজার টাকার ছাড় অফার করা হচ্ছে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা, 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 512GB স্টোরেজ সহ ভারতীয় বাজারে ধামাকা করতে আসল Honor 90 5G, দাম কত?

iqoo 11 5G discount price

কীভাবে পাবেন iQOO 11 5G ফোনে 5000 টাকার ছাড়

এই ডিসকাউন্টের জন্য আপনাকে ICICI ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এই কার্ড পেমেন্টে কোম্পানি 5000 টাকা ছাড় দিচ্ছে। এখান থেকে কিনুন

আপনি চাইল আপনার কোনো পুরানো ফোন এক্সচেঞ্জ করে iQOO নতুন ফোনটি কিনতে পারেন। তবে এতে আপনি 24,900 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ প্রাইস আপনার পুরান ফোনের অবস্থার উপর নির্ভর করবে। 

কোম্পানি এই ফোনের সাথে 2,999 টাকার Vivo TWS Air ইয়ারবড্স বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: POCO লঞ্চ করল সস্তা 5G Phone এর নতুন ভ্যারিয়্যান্ট, কম দামে পাওয়া যাবে 50MP Camera

iqoo 11 5G specification

iQOO 11 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী?

iQoo 11 5G ফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া, যার 3200*1440 পিক্সেল রেজোলিউশন রয়েছে।

ফোনের ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে।

ফোনটি 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ আসবে।

প্রসেসর হিসেবে ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনে তিনটি ক্যামেরা রয়েছে। এতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 13 মেগাপিক্সেলের এর 2x টেলিফটো সেন্সর রয়েছে। এছাড়া সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 84 দিনের ভ্যালিডিটি সহ Jio Cheapest Recharge Plan, কলিং-ডেটা সহ আর কী সুবিধা পাবেন 400 টাকার কমে

Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya

Email Email Joyeeta Bhattacharya

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. Read More

WEB TITLE

iQOO 11 5G available massive discount on amazon

Advertisements

ট্রেন্ডিং আর্টিকেলস

Advertisements

লেটেস্ট আর্টিকেল ভিউ অল

VISUAL STORY ভিউ অল